সুন্দরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২
- Update Time : ০৬:২৯:১৯ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১
- / ২ Time View
জেলা প্রতিবেদক : গাইবান্ধার সুন্দরগঞ্জে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার ২২ জানুয়ারি রাত ৮টার দিকে উপজেলার রামজীবন ইউনিয়নের সুবর্ণদহ শিমুলতলী নামক জায়গায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘন কুয়াশার কারণে ঘটনাস্থলে গরু বোঝাই নছিমন ও একটি সিএনজির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালকসহ তিনজন যাত্রী গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পথেই সিএনজির যাত্রী রাহুল কর্মকারের (১৮) মৃত্যু হয়। এ ঘটনায় আরো দু’জনের অবস্থা আশঙ্কাজনক হলে তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
রাহুল কর্মকার কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি গ্রামের পুতুল কর্মকারের ছেলে।
এ দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আশরাফুল ইসলাম (৩০) নামের আরো একজনের মৃত্যু হয়। আশরাফুল উপজেলার সর্বানন্দ ইউনিয়নের মধ্যে সাহাবাজ গ্রামের কফিল উদ্দিনের ছেলে। এ ঘটনায় আহত সিএনজিচালক হারুন অর রশিদ বর্তমানে রংপুর মেডিক্যালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানা পুলিশ ।
এসএস//