মুমিনুলরা দিলেন করোনা পরীক্ষা
- Update Time : ০৭:১৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১
- / ২ Time View
খেলা ডেস্ক : টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছেন ওয়ানডে টিমের বাইরে থাকা ক্রিকেটাররা। সে লক্ষ্যে আজ বৃহস্পতিবার তৃতীয়বারের মতো করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন টেস্ট ক্রিকেটাররা।
আগামী শনিবার ওয়ানডে দলের সাথে চট্টগ্রামে যাবেন মুমিনুল-সাদমানরা। তার আগে নির্ধারিত সূচিতে ছিল বৃহস্পতিবার নমুনা দেয়ার। শুক্রবার পাওয়া যাবে পরীক্ষার রেজাল্ট। যাদের রেজাল্ট নেগেটিভ আসবে, চট্টগ্রাম গিয়ে নেবেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি।
টেস্ট স্কোয়াড এখনো চূড়ান্ত করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চট্টগ্রামে ২৮-৩০ জানুয়ারি তিন দিনের প্রস্তুতি ম্যাচে পর ঘোষণা করা হবে দল। ২০ সদস্যের প্রাথমিক দলে আছেন ওয়ানডের ১১ ক্রিকেটার।
বৃহস্পতিবার হালকা অনুশীলন করেছেন টেস্ট ক্রিকেটাররা। মিরপুরের ইনডোর সংলগ্ন আউটার মাঠে জাতীয় দলের কোচিং স্টাফদের অধীনে অনুশীলন করেন তারা। সুখবর হলো, অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে ব্যাট হাতে অনুশীলন করতে দেখা গেছে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হককে।
এসএস//