শিরোনাম:
জিপ উল্টে পাহাড়ের খাদে, ৪ শ্রমিক নিহত
- Update Time : ০৪:৩৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১
- / ১ Time View
বান্দরবান প্রতিনিধি : জেলার থানচি উপজেলায় জিপ উল্টে চার শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন।
আজ বৃহস্পতিবার ২১ জানুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী নির্মাণাধীন লিক্রে সড়কে সদর ইউনিয়নের চার কিলোমিটার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, থানচি উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী নির্মাণাধীন লিক্রে সড়কে সদর ইউনিয়নের চার কিলোমিটার নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকবোঝাই একটি জিপ উল্টে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি থানা পুলিশ জানান, জিপ উল্টে চার শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও চারজন।
এসএস//