শিরোনাম:
সেরাম ইনস্টিটিউটের নির্মাণাধীন ভবনে আগুন
- Update Time : ০৪:২৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : ভারতের পুনেতে সেরাম ইনস্টিটিউটের নির্মাণাধীন ভবনে আগুন লেগেছে। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা ভারতে কোভিশিল্ড নামে উৎপাদন করছে সেরাম ইনস্টিটিউট।
আজ বৃহস্পতিবার ২১ জানুয়ারি দুপুর ৩টার দিকে ১ নম্বর টার্মিনালের গেটে আগুন দেখা যায়। খবর এনডিটিভির।
খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, যে ভবনটিতে আগুন লেগেছে সেটি করোনার টিকার উৎপাদন কেন্দ্র থেকে কয়েক মিনিটের দূরত্বে অবস্থিত। এতে টিকা উৎপাদনে কোনো প্রভাব পড়বে না।
এসএস//