জাস্টিন ট্রুডো পাবেন বাইডেনের প্রথম ফোন
- Update Time : ০১:১৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : বুধবার শপথগ্রহণের পর থেকেই ব্যস্ত সময় কাটাচ্ছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রথম দিনই ১৭টি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তিনি। খবর আল জাজিরা ।
তার প্রেস সেক্রেটারি জেন সাকি জানিয়েছেন, শুক্রবার থেকে বিদেশি নেতাদের ফোন করতে শুরু করবেন নতুন প্রেসিডেন্ট। তার প্রথম ফোনটি পাবেন যুক্তরাষ্ট্রের প্রতিবেশী কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলার কোনও পরিকল্পনা আপাতত প্রেসিডেন্টের নেই বলে জানিয়েছেন জেন সাকি। তিনি বলেন, প্রেসিডেন্টের শুরুর দিককার কলগুলো হবে সহযোগী ও সমমনাদের সঙ্গে।
এদিকে এক বিবৃতিতে অভিষেকের প্রথম দিনেই গুরুত্বপূর্ণ কয়েকটি নির্বাহী আদেশের জন্য জো বাইডেনকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রকে পুনরায় প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরিয়ে নেওয়া, আর্কটিক অঞ্চলে তেল-গ্যাস অনুসন্ধান নিষিদ্ধ করা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে পুনরায় সম্পর্ক স্থাপনের ব্যাপার বাইডেন প্রশাসনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তিনি।
কানাডা ছাড়াও জার্মানি, যুক্তরাজ্য, ইতালিসহ বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনকে স্বাগত জানিয়েছে।
এসএস//