শিরোনাম:
ভাণ্ডারিয়ায় ট্রলি উল্টে চালক নিহত
- Update Time : ০৬:১২:০২ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১
- / ০ Time View
জেলা প্রতিবেদক : পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মালবাহী ট্রলি উল্টে হেলাল উদ্দিন (২৮) নামে এক চালক নিহত হয়েছেন। উপজেলার তেলিখালী মাদরাসা সংলগ্ন সড়কে আজ বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রলিচালক পার্শ্ববর্তী মঠবাড়িয়া উপজেলার ছোট মাছুয়া গ্রামের আব্দুল জব্বার হাওলাদারের ছেলে।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, উপজেলার তেলিখালী থেকে মালা বোঝাই ট্রলিটি ভাণ্ডারিয়া সদরে যাচ্ছিলো। এ সময় দিকে আসার সময় মাদরাসার সমানের ব্রিজ পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ট্রলিটি উল্টে সড়কের পাশে পড়ে যায়। এ সময় চাপা পড়ে ট্রলিচালক হেলাল উদ্দিন গুরুতর আহত হন। স্থানীয়রা আহত অবস্থায় তাকে ভাণ্ডারিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসএস//