শিরোনাম:
আজ সূর্যের দেখা নেই ঢাকায়
- Update Time : ১২:৪৭:৪২ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১
- / ২ Time View
সারাদেশ ডেস্ক : পশ্চিম-উত্তর-পশ্চিমা হিমেল বাতাস ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। আজ সকাল থেকে দেখা মিলছে না সূর্যের। আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকায় আজ দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় হালকা থেকে মাঝারি ধরণের কুয়াশা থাকতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।
এদিকে আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে বলা হয়েছে, সকাল ১০টা থেকে দুপুর ১২টার দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৩০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে। এসব এলাকার নৌ-যানকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এসএস//