লেবু চাষ পদ্ধতি
- Update Time : ০৪:৫৪:১১ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : লেবু চাষ করার আগে এর পদ্ধতি সম্পর্কে জানতে হবে, লেবু চাষ করে অনেকেই সাভলম্ভী হয়েছে।
লেবু জাত নির্বাচন
কাগজি, কলম্বো, এলাচী,সীডলেস, সাতকরা,ফিঙ্গার -এগুলি প্রয়োজন অনুযায়ী জাত নির্বাচন করুন।তবে ফিঙ্গার লেবু না লাগানোই ভালো,সখের ব্যপার হরে ভিন্ন কথা!ছাদের জন্য আমার মতে কাগজি লেবুই উত্তম। কাগজি লেবু শীতের মৌশুম সহ বারো মাস গাছে থাকে
স্থান নির্বাচন
আমার মতে লেবুর জন্য অতোটা তীব্র রোদের প্রয়োজন নেই।তবে উপরের দিকে খোলামেলা জায়গা হলে ভালো হয়। বারান্দায়ও লেবু গাছ লাগানো যায়।বেশি ছায়াতে গাছ থাকলে লেবু গাছে রোগে বেশি আক্রান্ত করে এবং তুলনামুলক ফলনও কম হবে।সারা দিনে ৫/৬ ঘন্টা ভালো রোদ পায় এবং উপরের দিক খোলা মেলা এমন জায়গা লেবু চারা লাগানোর জন্য উত্তম।ছাদে বা বারান্দার লাগাতে চাইলে বড়ো হাফ ড্রামই উত্তম, না হলে অন্তত ব্লিচিং ড্রামের তলানিতে ৪/৫ টা বড়ো ছিদ্র করে, তাতে লেবু চারা লাগানো উচিৎ।
লেবুর পুষ্টিগুণ
লেবুতে প্রচুর পরিমাণ ভিটামিন ‘সি´ রয়েছে। এছাড়াও লেবুর রস মধুর সাথে অথবা লবণের সাথে মিশিয়ে পান করলে ঠান্ডা ও সর্দি কাশি সারে।
লেবুর চাষের উপযোগী পরিবেশ ও মাটি
মার্চ অক্টোবর মাসে লেবুর চারা রোপণ করতে হবে। প্রায় সব ধরণের মাটিতে লেবুর চাষ করা যায়। কিন্তু অম্ল যুক্ত দো-আঁশ মাটি বেশি উযোগী। এ মাটিতে লেবু উৎপাদন ভাল হয়।
লেবুর চারা রোপণ পদ্ধতি
১. গুটি কলম ও কাটিং তৈরি করে মে থেকে অক্টোবর মাস পর্যন্ত লেবুর চারা রোপণ করা হয়।
২. চারা রোপণের সময় একটা চারা হতে আর একটা চারার দূরত্ব কম পক্ষে ৫ মিটার হতে হবে।
৩. ৮-১০ মাসের চারা রোপণ করলে ভাল হয়।
লেবুর চাষে সার প্রয়োগ
ভালো ফলন পেতে হলে জৈব সারের বিকল্প নেই বললেই চলে। মাটি পরীক্ষা করে মাটির ধরণ অনুযায়ী সার দেওয়া উচিত। জৈব সার ব্যবহার করলে মাটির গুণাগুণ ও পরিবেশ উভয়ই ভালো থাকে।এছাড়া ভালো ফলন পেতে হলে জমিতে আবর্জনা পচা সার ব্যবহার করা যেতে পারে।
লেবুর সেচ
শুকনা মৌসুমে ২-৩ বার সেচ দিতে হবে। এবং বর্ষার সময় গাছের গোড়ায় পানি জমতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।
এসএস//