বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে বৃষ্টির হানা
- Update Time : ১২:২৩:০০ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১
- / ০ Time View
খেলা ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ দীর্ঘ ১০ মাস পর । আজ বুধবার ২০ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল । তবে মাত্র ৩.৩ ওভার খেলা শেষে শুরু হয় বৃষ্টি। শেষ খবর পাওয়া পর্যন্ত বৃষ্টির কারণে খেলা বন্ধ রয়েছে।
এর আগে নিজের করা প্রথম ওভারে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান প্যাভিলিয়নের পথ দেখান ইনিংসের প্রথম ওভারে রুবেলকে ছয় হাঁকানো এমব্রিসকে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩.৩ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ১৫ রান। ব্যাটিং করছেন ম্যাককার্টি ও ডি সিলভা। মোস্তাফিজ ১.৩ ওভারে ৪ রান দিয়ে ১টি উইকেট নিয়েছেন। এমব্রিস আউট হওয়ার আগে করেন ৭ রান।
এই ম্যাচ দিয়েই প্রথমবার দর্শকহীন কোনও মাঠে খেলার স্বাদ পেতে যাচ্ছে তামিমরা। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে করোনার জন্য প্রবেশের সুযোগ পাচ্ছেন না কোনও দর্শক।
এসএস//