শিরোনাম:
উড়ন্ত লিটনের ক্যাচে আরেকটি সাফল্য বাংলাদেশের
- Update Time : ০১:৩৯:০০ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১
- / ০ Time View
ক্রীড়া ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে আগে বোলিং করছে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলায় দুই দলের ম্যাচটি সকাল সাড়ে এগারটায় ম্যাচটি শুরু হয়।
স্কোর: ওয়েস্ট ইন্ডিজ ২৫/২ (৬ ওভার)
উড়ন্ত লিটনে দ্বিতীয় সাফল্য
নিজের তৃতীয় ওভারে আবার উইকেটের স্বাদ পেলেন মোস্তাফিজ। তবে উইকেটটা লিটনের খাতায় যোগ হলে খুব মানাত। বাঁহাতি পেসারের অফস্ট্যাম্পের অনেক বাইরের বল ড্রাইভ করেছিলেন জশুয়া ডা সিলভা। ব্যাটের কোণায় লেগে বল দ্রুত যায় গালিতে। সেখানে ডানদিকে ঝাপিয়ে চোখের পলকে বল মুঠোবন্দী করে নেন লিটন। এ লিটন যেন এক বাজপাখি। জশুয়ার (৯) আউটের সময় ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২ উইকেটে ২৪।
এক ঘণ্টা পর আবার খেলা শুরু
বৃষ্টিতে এক ঘণ্টা খেলা বন্ধ থাকার পর আবার বল মাঠে গড়িয়েছে। বৃষ্টিতে এক ঘণ্টা খেলা বন্ধ থাকলেও কোনো ওভার কাটা হয়নি।
এসএস//