মাপে কম দেয়ার গোনাহ
- Update Time : ০৭:০৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : ক্রেতাকে সঠিকভাবে পণ্য পরিমাপ করে দেয়া বিক্রেতার দায়িত্ব। ক্রেতাকে ওজনে কম দেয়া, যথাযথ পণ্য বুঝিয়ে না দেয়া কবিরা গুনাহ। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘যারা মাপে কম দেয় তাদের জন্য দুভোর্গ।
(সুরা মুতাফিফিন, আয়াত : ১)
হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) বর্ণনা করেন, ‘রাসুল (সা.) যখন মদিনায় আগমন করেন তখন মাপে কম দেওয়া ব্যাপক প্রচলন ছিল। তখন আল্লাহ সুরা মুতাফফিফিনের উপরোক্ত আয়াতসমূহ নাজিল করেন। তারপর মাপে কম করার পরিমাণ কমে যায়। (নাসায়ি : ১৬৫৪; ইবনে মাজা : ২২২৩)। আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে আরও বর্ণিত আছে, রাসুল (সা.) বলেন, ‘পাঁচটি কাজের ফলে পাঁচটি বিষয় সংঘটিত হয়-
১. কোনো জাতি চুক্তিভঙ্গ করলে আল্লাহ তাদের ওপর শত্রুদের বিজয়ী করে দেন।
২. যে জাতি আল্লাহর হুকুম অমান্য করে চলে তাদের মধ্যে দারিদ্র্য বেড়ে যায়।
৩. যে সমাজে ব্যভিচার বেড়ে যায় তাদের মধ্যে অপমৃত্যু ও প্রাণহানি ব্যাপক হয়ে ওঠে।
৪. যারা ওজনে ও মাপে কম দেয় তাদের খাদ্য ও শস্য ধ্বংস হয়ে যায় এবং তারা দুর্ভিক্ষে পতিত হয়। ৫. জাকাত দেওয়া বন্ধ করে দিলে তাদের বৃষ্টি বন্ধ করে দেওয়া হয়।’ (আত-তারগিব ওয়াত তারহিব : ৭৬৫)
এসএস//