শিরোনাম:
জো বাইডেনের শপথ গ্রহণ মহড়া স্থগিত
- Update Time : ০৩:২১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : মার্কিন কংগ্রেসের সামনে প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানস্থলের পাশেই উল্টোদিকে রাস্তায় আশ্রয় নেয়া মানুষদের তাবুতে অগ্নিকাণ্ডের ঘটনায় বাইডেনের শপথ গ্রহণ মহড়া স্থগিত করা হয়েছে। পাশাপাশি ওই এলাকায় নিরাপত্তা সতর্কতাও জারি করা হয়েছে।
সোমবার ১৮ জানুয়ারি মার্কিন কংগ্রেসের সামনের খোলা স্থানে শপথ গ্রহণের মহড়া অনুষ্ঠিত হচ্ছিল। ওয়াশিংটন ডিসির পুলিশ সূত্রে এ খবর জানা গেছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী যখন নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে তখন সোমবার নিরাপত্তা সংক্রান্ত হুঁশিয়ারির কারণে এই সিদ্ধান্ত জানায় মার্কিন প্রশাসন। একই সময়ে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাঙ্গাবাজ সমর্থকদের যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে প্রকাশ্যে সশস্ত্র মহড়া দিতে দেখা গেছে।
এসএস//