এমইউজে সংক্রান্ত খুলনার শ্রম আদালতের রায় আপিলে স্থগিত
- Update Time : ০৪:৩৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১
- / ১ Time View
নিজস্ব প্রতিবেদক : মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) সংক্রান্ত খুলনার শ্রম আদালতের দেয়া রায় স্থগিত করেছে আপিল আদালত।
ঢাকার শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. আব্দুল হাই মঙ্গলবার ১৯ জানুয়ারি এ স্থগিতাদেশ দেন।
খুলনা শ্রম আদালতের চেয়ারম্যান সৈয়দ আরাফাত হোসেনের দেয়া গতবছর ২২ ডিসেম্বরের রায়ের বিরুদ্ধে আপিল করলে এ আদেশ দেন আপিল আদালত।
গত ১৭ জানুয়ারি করা আপিলের শুনানি আজ মঙ্গলবার অনুষ্ঠিত হয়। শুনানি শেষে বিচারক গত ২২ ডিসেম্বর দেয়া খুলনা শ্রম আদালতের (৯২/২০১৪ নম্বর মামলা) রায়ে স্থগিতাদেশ দেন।
মামলার বাদী মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সদস্য রফিউল ইসলাম টুটুলের পক্ষে মামলাটি পরিচালনা করেন সুপ্রিমকোর্টের আইনজীবী মো. হুমায়ুন কবির তানিম।
উল্লেখ্য, ২০১৪ সালে এমইউজের নির্বাচনের আগে সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা ২২ জন ভুয়া সদস্য দেখিয়ে ওই বছরের ২৮ জুন তৎকালীন নির্বাচন কমিটি একটি নির্বাচনের উদ্যোগ নেন। এর বিরুদ্ধে ইউনিয়নের সদস্য রফিউল ইসলাম টুটুল খুলনার শ্রম আদালতে মামলা দায়ের করেন। আদালত নির্বাচনের উপরে নিষেধাজ্ঞা জারি করেন। এ নিষেধাজ্ঞা উপেক্ষা করে নির্বাচন করলে বাদি আদালত অবমাননার মামলা করেন। সে মামলায় আসামীরা আদালতে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। এরপর সদস্য সংক্রান্ত মামলার দীর্ঘ শুনানী শেষে ২২ ডিসেম্বর খুলনা শ্রম আদালতের চেয়ারম্যান সৈয়দ আরাফাত হোসেন ওই ২২ জনকে বৈধ উল্লেখ করে রায় প্রদান করেন।
এর রায়ের বিরুদ্ধে আপিল করা হয়। শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. আব্দুল হাই এক আদেশে ২২ ডিসেম্বর খুলনা শ্রম আদালতের চেয়ারম্যানের দেয়া রায়টি স্থগিত ঘোষণা করেন। পরবর্তী অন্য কোন আদেশ ( ফারদার অর্ডার) না হওয়া পর্যন্ত এটি বহাল থাকবে বলেও উল্লেখ করা হয়েছে।
এসএস//