শীতলক্ষ্যায় নৌকা থেকে পড়ে শ্রমিক নিখোঁজ
- Update Time : ০২:০৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১
- / ২ Time View
নারায়ণগঞ্জ প্রতিনিধি : জেলার বন্দর উপজেলার শীতলক্ষ্যা নদীতে ঢেউয়ের ধাক্কায় নৌকা থেকে পড়ে এক পোশাকশ্রমিক নিখোঁজ রয়েছেন। তার নাম সাদ্দাম হোসেন (২৮)।
আজ সোমবার ১৮ জানুয়ারি সকাল সাড়ে ৮টায় বন্দরের নবীগঞ্জ খেয়াঘাটে এ ঘটনা ঘটে।
নিখোঁজ সাদ্দাম হোসেন বন্দরের নবীগঞ্জ উত্তরপাড়া এলাকার মামুনের বাড়িতে সপরিবারে ভাড়া থাকতেন। তার বাবার নাম মৃত মুসলেউদ্দিন। তিনি সিদ্ধিরগঞ্জের গোদনাইলের লিচুলিয়া গার্মেন্টে কাজ করতেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বন্দর থানার ওসি ফখরুদ্দীন ভূঁইয়া জানান, সকাল সাড়ে ৮টার দিকে অতিরিক্ত যাত্রীবোঝাই করে একটি নৌকা নদীর পশ্চিমপাড় নবীগঞ্জ খেয়াঘাট থেকে হাজীগঞ্জ খেয়াঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়।
নৌকার অধিকাংশ যাত্রী ছিলেন গার্মেন্ট ও হোসিয়ারি শ্রমিক।
মাঝ নদীতে যাওয়ার পর প্রচণ্ড ঢেউয়ের ধাক্কায় নৌকাটি দুলে ওঠে। এতে নৌকার মাঝি কালুন ও গার্মেন্ট শ্রমিক সাদ্দামসহ তিনজন নদীতে পড়ে যান। মাঝিসহ এক যাত্রী নৌকায় উঠলেও নিখোঁজ হন সাদ্দাম।
নিখোঁজ সাদ্দাম হোসেনের স্ত্রী ইয়াসমীন আক্তার বলেন, নৌকায় সাদ্দামের টিফিন ক্যারিয়ার ও স্যান্ডেল দেখে তার নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত হই। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।
এসএস//