শিরোনাম:
দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়
- Update Time : ১২:২৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ সর্বনিম্ন তামমাত্রা রেকর্ড হয়েছে।
আজ সোমবার ১৮ জানুয়ারি সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে,যা সারাদেশের মধ্যে সর্বনিম্ন।
বিষয়টি পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ এখানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হলেও আপাতত তাপমাত্রা নিচে নামার সম্ভাবনা নেই। তবে রাতের শেষের দিকে তাপমাত্রার অবনতি হতে পারে।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের দেখা মিললেও রাত থেকে সকাল অবধি কুয়াশাচ্ছন্ন ছিলো পুরো জেলা। এতে বিপাকে পড়েছেন গরীব ও অসহায়রা। প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে অনেকে বাড়ির আঙিনায় খড়কুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।
এসএস//