শিরোনাম:
সীতাকুণ্ডে ডাকাত সন্দেহে পিটিয়ে হত্যা
- Update Time : ০২:০১:১৭ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : সোমবার ১৮ জানুয়ারি ভোরে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারিটোলায় এ ঘটনা ঘটে বলে সীতাকুণ্ড থানার পরিদর্শক জানান।
নিহতের বয়স আনুমানিক ৫৫ বছর। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানাতে পারেনি পুলিশ।
পরিদর্শক সুমন গণমাধ্যমকে বলেন, ইঞ্জিন চালিত নৌকা নিয়ে সমুদ্রপথে মান্দারিটোলায় আসা ১০ থেকে ১২ জনের একটি দলকে ডাকাত সন্দেহে ধাওয়া দেয় স্থানীয়রা।
অন্য সবাই পালিয়ে গেলেও ৫৫ বছর বয়সী ওই ব্যক্তি ধরা পড়ে যায়। স্থানীয়রা তাকে ধরে পিটুনি দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিদর্শক সুমন বলেন, ওই চক্রটি ‘ডাকাতি করতেই’ সমুদ্রপথে সীতাকুণ্ডে এসেছিল বলে ধারণা করছেন তারা।
গত কিছুদিন ধরে সীতাকুণ্ডের সমুদ্র উপকূলীয় বেশ কয়েকটি স্থানে ডাকাতির ঘটনা ঘটছে। সমুদ্রপথে এসে তারা ডাকাতি করে পালিয়ে যায়।
এসএস//