লাইফস্টাইল ডেস্ক : প্রকৃতিতে আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে ঋতুতেও বৈচিত্র দেখা যায়। বাংলাদেশে প্রতি দুই মাসে একেকটি ঋতু পরিবর্তন হয়।
আবহাওয়া পরিবর্তনের কারণে স্বাভাবিকভাবেই অনেকে সর্দি-কাশি-জ্বরে আক্রান্ত হয়। আবার সামান্য ওষুধ সেবনে দ্রুত সুস্থ হয়ে যায়। এর মধ্যে বিশ্বব্যাপী করোনার দ্বিতীয় প্রবাহ শুরু হয়ে গেছে।
দ্বিতীয় ঢেউয়ের শুরুতেই আমাদের দেশেও হুহু করে বাড়ছে সংক্রমণের হার। ঋতু পরিবর্তিন হচ্ছে। অনেকেই সর্দি-কাশিতে আক্রান্ত হচ্ছে। সুতরাং এটা মনে রাখতে হবে যে, সর্দি-কাশি মানেই করোনা নয়।
এ অবস্থায় সামান্য সর্দি-কাশি দেখলেই মানুষ আড়চোখে তাকায়, এমনকি কিছু কিছু ফার্মেসি ওষুধ দিতে অপারগতা প্রকাশ করে; যা মনুষ্যত্ব নয়। পাশাপাশি আক্রান্ত ব্যক্তিকে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে সচেতন থাকতে হবে।
এসএস//
Leave a Reply