শিরোনাম:
ঢাকার বিমানবন্দর সড়কে দুর্ঘটনায় ২জনের মৃত্যু
- Update Time : ০৪:০২:২২ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : ঢাকার শাহজালাল বিমানবন্দর এলাকায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।
আজ সোমবার ১৮ জানুয়ারি সকাল ৭টার দিকে বিমানবন্দরের পদ্মা অয়েল গেইটের পাশে এ দুর্ঘটনা ঘটে বলে বিমানবন্দর থানার ওসি জানান।
নিহতরা হলেন- আকাশ ইকবাল (৩৩) ও মায়া হাজারিকা মিতু (২৫)। আকাশ একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। আর তার স্ত্রী মিতু চাকরি করেন একটি হোটেলে।
ওসি বলেন, দক্ষিণখানের মোল্লারটেকের বাসা থেকে তারা দুজন মোটরসাইকেলে করে সকালে গুলশানে কর্মস্থলের দিকে যাচ্ছিলেন।
পেছন থেকে এসে আজমেরী পরিবহনের একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
বাসটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে বলে জানান ওসি।
এসএস//