কুমিল্লায় গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক
- Update Time : ০৩:৪৩:২৭ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১
- / ০ Time View
মোঃ জহিরুল হক বাবু,কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় প্রাইভেটকারে করে গাঁজা পাচার কালে দেড় মণ গাঁজাসহ এক মাদক ব্যবাসয়ীকে আটক করেছে র্যাব। আজ সোমবার ১৮ জানুয়ারী সকালে কোতয়ালী থানাধীন চাঁনপুর ব্রীজ এলাকায়
অভিযান চালিয়ে প্রাইভেটকার ভর্তি গাঁজা আটক করা হয়।
র্যাব-১১, সিপিসি-২ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার সাকালে জেলার কোতয়ালি থানাধীন চাঁনপুর ব্রীজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে প্রাইভেট কারে করে গাঁজা পরিবহনের সময় একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার র্যাব। এ সময়ে প্রাইভেটকার তল্লাশী করে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো জেলার কোতয়ালি থানার কালিকাপুর গ্রামের মোঃ আনোয়ার হোসেন এর ছেলে মোঃ আরমান (৩২)।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে র্যাব জিজ্ঞাসাবাদ করে জানে যে, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এক্ষেত্রে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান র্যাব।
এসএস//