পৃথিবীর কোথায় আসামীর সাথে আইনজীবীকে টকশোতে ডাকে, পিকে হালদারপ্রসঙ্গে হাইকোর্টের প্রশ্ন
- Update Time : ০৩:২৫:১৩ অপরাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১
- / ০ Time View
নিজস্ব প্রতিবেদক : প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ নিয়ে বিদেশে পালিয়ে যাওয়া এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার (পিকে) হালদারের সাথে টক শোতে দুদকের আইনজীবী মো. খুরশিদ আলম খানকে ডাকার বিষয়ে প্রশ্ন তোলেছেন হাইকোর্ট।
এ সময় আদালত বলেছেন, পৃথিবীর কোথায় আছে আসামীর সাথে আইনজীবীকে টকশোতে নিতে ডাকে?
পিকে হালদারকে নিয়ে একাত্তর টেলিভিশন টকশো প্রচারের বিষয়ে শুনানিতে হাইকোর্ট এমন প্রশ্ন তোলে উষ্মা প্রকাশ করেন।
প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ নিয়ে বিদেশে পালিয়ে যাওয়া এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার (পিকে) হালদারের সাক্ষাৎকার ও টক শো প্রচারের বিষয়ে বেসরকারি টেলিভিশন ৭১ টিভির বক্তব্য শুনানিতে এমন প্রশ্ন তোলেন হাইকোর্ট।
রোববার ১৭ জানুয়ারি হাইকোর্টের বিচারপতি মো.নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চে বিষয়টি শুনানি হয়।
আদালতে আজ দুর্নীতি দমন কমিশন দুদকের পক্ষে শুনানি করেন মো.খুরশীদ আলম খান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। তার সাথে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মাহজাবীন রব্বানী দীপা ও সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি।
আর পিপলস লিজিংয়ের সাবেক চেয়ারম্যান উজ্জ্বল কুমার নন্দীর পক্ষে শুনানি করেন আইনজীবী মোশারফ হোসেন। এ ছাড়াও শুনানিতে যুক্ত হন আইনজীবী আজিজ,মোহাম্মদ আশরাফ ও মোহাম্মদ শিশির মনির।
এর আগে সকালে সাক্ষাৎকার ও লাইভ টকশোতে পিকের বক্তব্য প্রচারের ব্যাখ্যার বিষয়ে কথা বলতে বেসরকারি টিভি চ্যানেল একাত্তর কর্তৃপক্ষের কয়েকজন সাংবাদিক হাইকোর্টে উপস্থিত হন।
এর আগে গত ১০ জানুয়ারি পিকে হালদারের প্রচারিত সাক্ষাৎকার ও টক শো’র ভিডিও ক্লিপ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে দাখিল করেছিল একাত্তর টেলিভিশন। সেদিন হাইকোর্ট টেলিভিশনে প্রচারিত খবর ও টক শো’র ভিডিও ক্লিপ দেখার পর সেটির ওপর আবার শুনানি নিয়ে লিখিত ব্যাখ্যা দাখিল করার জন্য একাত্তর টিভি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন।
আজ হাইকোর্টে একাত্তর টিভি কর্তৃপক্ষের বক্তব্য লিখিত এবং মৌখিক আকারে ব্যাখ্যা দেয়ার জন্য নির্ধারিত দিন ধার্য ছিল। আদালত বলেছিলেন, ওই বিষয়ে একাত্তর টেলিভিশন কর্তৃপক্ষ ১৭ জানুয়ারি আদালতে উপস্থিত হয়ে বা আইনজীবীর মাধ্যমে বক্তব্য দেবেন। মৌখিকের পাশাপাশি লিখিত বক্তব্যও দেবেন।
ওইদিন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মো.খুরশিদ আলম খান সাংবাদিকদের জানিয়েছিলেন, একাত্তর টেলিভিশনের ব্যাখ্যায় অনুসন্ধানী সাংবাদিকতা কতটুকু করা যেতে পরে সেটি আদালত জানতে চেয়েছেন।
গত ৩০ ডিসেম্বর পি কে হালদারসহ সব পলাতক আসামির বক্তব্য গণমাধ্যমে প্রচারের ওপর নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। একইসঙ্গে একাত্তর টিভির খবরে পি কে হালদারের প্রচারিত সাক্ষাৎকার ও টক শোর ভিডিও ক্লিপ দাখিলের নির্দেশ দেন।
গত ২৮ ডিসেম্বর একাত্তর টিভিতে রাত ১০টায় প্রশান্ত কুমার (পি কে) হালদারের সাক্ষাৎকারভিত্তিক প্রতিবেদন প্রচারিত হয়। সেদিন রাত সাড়ে ১১টায় একাত্তর জার্নালে (লাইভ টক শো) সরাসরি আলোচনায় অংশ নেন রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক এমডি পি কে হালদার। বিষয়টি আদালত অবমাননার শামিল উল্লেখ করে দুদক হাইকোর্টে আবেদন করে। শুনানি নিয়ে ৩০ ডিসেম্বর একাত্তর টিভিতে প্রচারিত ওই সাক্ষাৎকার ও টক শোর ভিডিও ক্লিপ ১০ জানুয়ারির মধ্যে হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে দিতে নির্দেশ দেন হাইকোর্ট। এর ধারাবাহিকতায় একাত্তর টিভি কর্তৃপক্ষ ভিডিও ক্লিপ জমা দেয়। প্রচারিত সংবাদ ও অনুষ্ঠানের ভিডিও আদালতে প্রদর্শন করা হয়।
২০২০ সালের ১৮ নভেম্বর ‘পি কে হালদারকে ধরতে ইন্টারপোলের সহায়তা চাইবে দুদক’ শিরোনামে একটি দৈনিকে প্রতিবেদন প্রকাশ পায়। এ বিষয়ে গণমাধ্যমে আসা প্রতিবেদন আমলে নিয়ে ওই বছরের ১৯ নভেম্বর হাইকোর্টের একই বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে রুল জারি করেন। সাথে সাথে পি কে হালদারকে দেশে ফিরিয়ে আনতে ও গ্রেপ্তারে পদক্ষেপ বিষয়ে লিখিতভাবে দুদক চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট বিবাদীদের জানাতে বলেন। এ অবস্থায় পি কে হালদারের সাক্ষাৎকার প্রচারিত হলে দুদক এতাত্তর টিভির বক্তব্য জানতে আবেদন করে।
এফএইচ/