আফগানিস্তানে বন্দুক হামলায় ২ বিচারপতি নিহত
- Update Time : ০৭:০১:১৫ অপরাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১
- / ২ Time View
সারাদেশ ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে বন্দুকধারীর হামলায় সুপ্রিম কোর্টের দুই নারী বিচারপতি নিহত হয়েছেন। রোববার সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
তালেবান ও আফগান সরকারের মধ্যে শান্তি আলোচনা চলার পরও গত কয়েক মাস ধরে আফগানিস্তানে সহিংসতার মাত্রা বেড়েছে। বিশেষ করে রাজধানী কাবুলে শীর্ষ রাজনীতিবিদ ও কর্মকর্তাদের ওপর হামলার সংখ্যা বেড়েছে।
সুপ্রিম কোর্টের মুখপাত্র আহমাদ ফাহিম কাইউম জানান, আদালতের গাড়িতে করে বিচারপতিরা যখন তাদের কার্যালয়ে যাচ্ছিলেন তখন বন্দুক হামলার ঘটনা ঘটে।
তিনি বলেন, ‘দুর্ভাগ্যবশত আমরা আজকের হামলায় দুই নারী বিচারপতিকে হারিয়েছি। তাদের চালক আহত হয়েছে।
কাবুল পুলিশ হামলার সত্যতা নিশ্চিত করেছে।
এর আগে ২০১৭ সালে আফগানিস্তানের সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছিল। ওই হামলায় অন্তত ২০ জন নিহত ও ৪১ জন আহত হয়।
এসএস//