অধিকাংশ কোম্পানির শেয়ার দর কমেছে
- Update Time : ০৪:৫৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১
- / ১ Time View
বিশেষ প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের পুঁজিবাজারে আজ রোববার ১৭ জানুয়ারি সূচকের পতন হয়েছে। এদিন অধিকাংশ কোম্পানির শেয়ার দর কমেছে। তবে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।
জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৮ পয়েন্ট কমে ৫ হাজার ৮৫০ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ২৭ পয়েন্ট কমে ২ হাজার ২০৮ পয়েন্টে এবং শরিয়াহ সূচক ২৪ পয়েন্ট কমে ১ হাজার ২৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৩৮৪ কোটি ৮৭ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২ হাজার ৭০ কোটি ৮৫ লাখ টাকা। ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৯ টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৭২টির, কমেছে ২৩১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টি শেয়ার দর।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৭২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৫২ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ১২ পয়েন্ট কমে ১ হাজার ২৯৬ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ১০০ পয়েন্ট কমে ১০ হাজার ২৯০ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হওয়া ২৭৯ টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৮১ টির, কমেছে ১৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির শেয়ার দর। সিএসইতে লেনদেন হয়েছে ১৫১ কোটি ৬৯ লাখ টাকা।
এসএস//