সারাদেশ ডেস্ক : মহামারি করোনভাইরাসের মানুষের মৃত্যুর সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। ইতোমধ্যে বিশ্বে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সময় শুক্রবার রাত ১১টা ২২ মিনিটে তাতে মৃত্যুর সংখ্যা ২০ লাখ ৯০৫ বলে জানিয়েছে।
বিশ্বজুড়ে শনাক্ত রোগীর সংখ্যা দ্রুত এগোচ্ছে ১০ কোটি স্পর্শ করবে।
বিশ্বের অনেক দেশে এখনও করোনা পরীক্ষার পর্যাপ্ত ব্যবস্থা নেই বলে আক্রান্ত ও মৃত্যুর অনেক তথ্যই এ হিসাবের বাইরে থেকে গেছে বলে স্বাস্থ্য বিশেষজ্ঞদের ধারণা।
গত বছর ১১ জানুয়ারি প্রথম করোনাভাইরাসে মৃত ব্যক্তি শনাক্ত হয়। এর এক বছর কয়কদিন পর তা ২০ লাখ ছাড়াল।
এর মধ্যে অর্ধেকের বেশি মানুষের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত, মেক্সিকো ও যুক্তরাজ্যে।
এসএস//
Leave a Reply