শিরোনাম:
সাঁথিয়ায় জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে নিহত ২
- Update Time : ০৩:৫০:৩২ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : পাবনার সাঁথিয়া উপজেলার ধোপাদহ ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ২ জন নিহত হয়েছেন। আজ শনিবার ১৬ জানুয়ারি দুপুর পৌনে ১২টার দিকে ইউনিয়নের নাড়িয়াগোদাই গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, একটি জমির মালিকানা নিয়ে গ্রামের মুন্নাফ ও সাচ্চু নামের দুই ব্যক্তির মধ্যে বিরোধ চলে আসছিল। শনিবার সকালে মুন্নাফ ওই জমিতে সীমানা প্রাচীর দিতে উদ্যত হলে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় প্রতিপক্ষের হামলায় মুন্নাফ এবং তার সমর্থক নাসির গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদেরকে হাসপাতালে নেয়ার সময় নাসিরের মৃত্যু হয়। আর সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মুন্নাফ মারা যান।
এসএস//