বিগত বছরে সুপ্রিমকোর্টের শতাধিক আইনজীবীর মৃত্যুবরণ
- Update Time : ০৭:২৩:২৮ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১
- / ০ Time View
নিজস্ব প্রতিবেদক : মহামারি করোনাভাইরাস জনিত সংক্রমণ এবং অন্যান্য কারণ সুপ্রিমকোর্টের শতাধিক আইনজীবী ২০২০ সালে মৃত্যুবরণ করেছেন।
যার মধ্যে রয়েছেন দেশের প্রধান আইন কর্মকর্তা এটর্নি জেনারেল মাহবুবে আলম, তিনি সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, দেশের বিশিষ্ট আইনজীবী ও সাবেক এটর্নি জেনারেল ব্যারিষ্টার রফিক-উল হক।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি অফিস সূত্র জানায়, ২০২০ জানুয়ারিতে মৃত্যুবরণ করেছেন অবসরপ্রাপ্ত বিচারপতি মিজানুর রহমান ভূইয়া, আইনজীবী আহমেদ আলী, ফজিলাতুন্নেছা বাপ্পী ও আলী হোসেন।
ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন এ বি এম নুরুল ইসলাম, মো. রহমত আলী, আবুল কালাম মো. শহিদুল্লাহ, মো. আমিরুল ইসলাম ও গোলাম মোর্শেদ।
বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সংক্রমণ বাংলাদেশে চিন্হিত হয় ৮ মার্চ ২০২০ সালে।
মার্চ মাসে সুপ্রিমকোর্টের আইনজীবী মোহাম্মদ ইসমাইল, মো. সানাউল্লাহ মিয়া, দোলোয়ার হোসেন সরকার, মো. আব্দুর রহিম খান ও সৈয়দ আব্দুস সালাম মৃত্যুবরণ করেন ।
এপ্রিলে মৃত্যুবরণ করেছেন জিয়াউর রহমান, মুজিবুর রহমান মিয়া, সেখ মনিরুজ্জামান ও মো. ফারুক আহমেদ সিদ্দিক। মতাজ বেগম, এ বি এম বদরুদদৌলাহ, মো. আবদুল ওয়াদুদ, শাহ আলম সরকার, সঞ্চিতা সাহা, সহিদ উল্লাহ শেখ, মকবুল হোসেন, আবুল কাশেম চৌধুরী, মো. ফজুলল করিম, মো. জহিরুল ইসলাম, মো. আব্দুস সাত্তার, এ এইচ আব্দুর রহমান চৌধুরী ও এস এম জাহিদুর রহমান মে মাসে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
জুনে এম এ কে গোলাম মহিউদ্দিন, এম বি তাজ মোহাম্মদ, মহিউদ্দিন আহমেদ, আব্দুল লতিফ পালোয়ান, মো. রেজাউল করিম হেলাল, আব্দুল মান্নান, মো. ওসমান গনি, মো. ইদ্রিসুর রহমান, মতিউর রহমান, আবু বকর সিদ্দিক, একরামুজ্জামান, হুমায়ুন কবির ভূইয়া (আইডি নম্বর- ১৭০১), সায়েদুল হক, লিয়াকত আলী, হুমায়ুন কবির ভূইয়া (আইডি নম্বর- ৩৪৫৫) এবং আবু জাফর মো. মহিউদ্দিন মৃত্যুবরণ করেন।
এ ওয়াই এম নাজিমুল আলম, সাবেক মন্ত্রী সাহারা খাতুন, এস এম ইমদাদুর রহমান, সৈয়দ মতিউল ইসলাম, মো. একরামুল হক, মো. আবুল হারুন, দেওয়ান শরিফ উদ্দিন, মো. আলী হোসেন সোহেল, ড. মো. এনামুল হক, মো. ইকবাল হোসেন, আজিজুর রহমান, খালেদা সরকার ও মো. ওয়াজিদুল ইসলাম জুলাইতে মৃত্যুবরণ করেন।
আগস্টে এস এম নুরুল হক, এম এ মান্নান, নেয়ামত উল্লাহ, আব্দুল লতিফ মিয়া, মো. আব্দুল মজিদ, এম এ খালেক, কুমিল্লার সাবেক সংসদ সদস্য এটিএম আলমগীর, মো. হাবিবুর রহমান শওকত, আহমদ হোসেন, সাবেক অ্যাটর্নি জেনারেল কে এস নবীর কনিষ্ঠ ছেলে কাজী সিরাতুন নবী, মো. মীর হোসেন, মো. শরীফ হোসেন এবং মো. ময়েজ উদ্দিন মৃত্যুবরণ করেন।
এটর্নি জেনারেল মাহবুবে আলম, মনসুর হোসেন, মো. মিজানুর রহমান মোল্লা, মো. আব্দুল হালিম, আবুল কালাম মাইনুদ্দিন, মো. নুরুল হোসেন
এ কে এম সালা উদ্দিন কবির, মো. মতিউর রহমান, সিরাজ উদ্দিন আহমেদ, স্নেহাশীষ সমাদ্দার, আসিফ ইমতিয়াজ খান ও মো. আফতাব আলী সেপ্টেম্বর মাসে মৃত্যুবরণ করেন।
অক্টোবর মাসে মৃত্যুবরণ করেন সাবেক এটর্নি জেনারেল রফিক-উল হক, আনসার আলী শেখ, মো. আব্দুর রেজ্জাক মিয়া, কাজী সাজাওয়ার হোসেন, মো. আনিসুজ্জামান, এ কে এম খালেক, নেওয়াজ ফরাজি, রফিকুল ইসলাম খন্দকার, আসিফ আহমেদ মুরাদ, কাজী রকিবুল ইসলাম, মো. আয়াত আলী পাটোয়ারী, মো. আবদুস সহিদ চৌধুরী, ফকির দেলোয়ার হোসেন, মোহাম্মদ মোসলেম উদ্দিন, নাজমুল হক শাহ চৌধুরী, মো. মুজিবুল হক মুন্সি ও মো. হাফিজ-উর রহমান।
নভেম্বরে মৃত্যুবরণ করেছেন মো. এনামুল হক খান, খালেদা পান্না, এনায়েত হোসেন খান, মো. জাহিদ হোসেন, অবসরপ্রাপ্ত কর্নেল শওকত আলী, মো. মনিরুল ইসলাম, আবদুল কাইয়ুম, মো. নাজমুল হক, মো. সোলাইমান হোসেন।
ডিসেম্বরে মৃত্যুবরণ করেন অবসরপ্রাপ্ত বিচারপতি আবু সাইদ আহমেদ, মো. রফিকুল ইসলাম, মো. আব্দুল আউয়াল মিয়া ও মো. ওসমান গনি।
চলতি বছরের শুরু চলমান জানুয়ারি মাসেও সুপ্রিমকোর্টের আইনজীবী মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে রয়েছেন এডভোকেট নাজমুল হক, ঢাকা জেলার পিপি খোন্দকার আবদুল মান্নান।
ডিএ/এসএস//