শিরোনাম:
ডাবল সেঞ্চুরি জো রুটের
- Update Time : ০৫:৫৮:২০ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : একক প্রচেষ্টায় গল টেস্টে ইংল্যান্ডকে বড় স্কোরের পথে নিয়ে যাচ্ছেন জো রুট । এরই মধ্যে তিনি করেছেন ডাবল সেঞ্চুরি।
প্রথম ইনিংসে ১৩৫ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। জবাবে প্রথম ইনিংসে শুক্রবার দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ৩২০ রান করে ইংল্যান্ড। ১৬৮ রানে রুট ও ৭ রানে বাটলার ছিলেন অপরাজিত।
শনিবার ম্যাচের তৃতীয় দিনে নিজের রান ডাবল সেঞ্চুরিতে পৌঁছান রুট। ২৯১ বলে ২০০ রান করেন। যার মধ্যে ছিল ১৫টি চার ও একটি ছক্কার মার। টেস্ট ক্যারিয়ারে রুটের এটি ১৮তম শতক এবং চতুর্থ ডাবল শতক।
ড্যান লরেন্স করেন ৭৩ রান। জস বাটলার করেন ৩০ রান। স্যাম কুরান ও ডম বেস রানের খাতা খুলতে পারেননি।
এই প্রতিবেদন লেখা অবধি সাত উইকেটে ৩৯৭ রান ইংল্যান্ডের। ব্যক্তিগত ২১৭ রানে ব্যাট করছেন জো রুট। তার সাথে আছেন জ্যাক লিচ।
এসএস//
Tag :
ডাবল সেঞ্চুরি জো রুটের