নতুন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন প্রশাসনে বাংলাদেশি জাইন সিদ্দিক
- Update Time : ১২:৩৯:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১
- / ১ Time View
আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন বাংলাদেশি মার্কিন জাইন সিদ্দিক।
১৩ জানুয়ারি বাইডেনের ক্ষমতা হস্তান্তর বিষয়ক দলের ঘোষণায় জানানো হয়, হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ কার্যালয়ের জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে তাঁকে নিয়োগ দেয়া হচ্ছে। মার্কিন প্রশাসনের এত উচ্চপদে এর আগে কোনো বাংলাদেশি বসেননি।
ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) খবরে বলা হয়, জাইন সিদ্দিক প্রথম বাংলাদেশি হিসেবে যুক্তরাষ্ট্রের কোনো প্রশাসনের উচ্চ পদে নিযুক্ত হলেন। বাংলাদেশে জন্ম নিলেও তিনি বেড়ে উঠেছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। পড়াশোনা করেছেন প্রিন্সটন বিশ্ববিদ্যালয় ও ইয়েল ল স্কুলে।
জাইন বর্তমানে বাইডেন-হ্যারিস ট্রানজিশন টিমের অভ্যন্তরীণ ও অর্থনৈতিক দলের চিফ অব স্টাফের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ভাইস প্রেসিডেনশিয়াল বিতর্কের প্রস্তুতি দলের সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন আগেই বলেছিলেন, তাঁর প্রশাসন হবে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ। সে কথা তিনি রাখছেন। মন্ত্রিসভাসহ প্রশাসনের নানা গুরুত্বপূর্ণ পদে নিয়োগের মাধ্যমে বহু প্রথমের জন্ম দিয়েছেন বাইডেন। বাংলাদেশি জাইন সিদ্দিকও এ তালিকায় যুক্ত হলেন। এই বৈচিত্র্যময় কর্মকর্তারা মার্কিন প্রশাসনকে অনেক বেশি বেগবান ও জনমুখী করবে বলে আশা করা হচ্ছে।
এসএস//