উত্তেজনা ছড়িয়ে শেষ আটে জুভেন্টাস
- Update Time : ০১:৫০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১
- / ০ Time View
খেলা ডেস্ক : ইতালিয়ান সুপার কাপের শেষ ষোলোয় জুভেন্টাস জিতল উত্তেজনা ছড়িয়ে। জেনোয়াকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে রোনালদেরা।
শুরুটা দারুণ জুভেন্টাসের। ২ মিনিটেই লিড নেয় দলটি। জর্জো কিয়েল্লিনির ডিফেন্স চেরা পাসে গোলটি করেন ডিজান কুলুসেভস্কি। ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আলভারো মোরাতা।
২৮ মিনিটে সাইবোরার গোলে ব্যবধান কমায় জেনোয়া ২-১। ৭৪ মিনিটে দূর পাল্লার শটে জানলুইজি বুফ্ফনকে ফাঁকি দিয়ে ঠিকানা খুঁজে নেন মেলেগোনি। ম্যাচে আসে ২-২ গোলে সমতা।
ম্যাচের প্রায় পুরোটা সময় মাঠে ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যাচ অতিরিক্ত ৩০ মিনিটে গড়াবে ভেবেই ৮৮ মিনিটে রোনালদোকে মাঠে নামান কোচ আন্দ্রে পিরলো। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
একের পর এক আক্রমণ করা জুভেন্টাস ১০৫ মিনিটে এগিয়ে যায়। মোরাতার কাছ থেকে বল পেয়ে প্রথম চেষ্টায় শট নিতে পারেননি রাফিয়া। দ্বিতীয় চেষ্টায় বুলেট গতির শটে গোল করেন তিউনিসিয়ার এই মিডফিল্ডার। ১১০ মিনিটে প্রায় গোল পেয়েই যাচ্ছিল জেনোয়া। গোললাইন থেকে বল ফিরিয়ে দলকে বাঁচান আর্থার।
শেষ অবধি টাইব্রেকারে ম্যাচ গড়ায়নি। ৩-২ গোলের দারুণ জয়ে কোয়ার্টার নিশ্চিত করে মাঠ ছাড়ে জুভেন্টাস শিবির।
এসএস//