বিনোদন ডেস্ক : আগামী ১৭ জানুয়ারি জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ প্রদান করা হবে। দেশের চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২৬টি বিভাগে চলচ্চিত্রের শিল্পীদের পুরস্কার দেয়া হবে।
তথ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইনে পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশ নেবেন।
তবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানের অনুষ্ঠানটি প্রতিবারের মতো জমকালো করার প্রস্তুতি নিচ্ছে তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র বিভাগ ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা (বিএফডিসি)।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানের মঞ্চে জুটি বেঁধে নৃত্য পরিবেশন করবেন জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস ও অপু বিশ্বাস এবং মাহিয়া মাহি ও সাইমন সাদিক। অনুষ্ঠানে একক নৃত্য পরিবেশন করবেন তমা মির্জা ও নুসরাত ফারিয়া।
আজ বৃহস্পতিবার চিত্রনায়ক ফেরদৌস গণমাধ্যকে বলেছেন, ‘আমরা বাংলা সিনেমার কয়েকটি জনপ্রিয় গানে এক সঙ্গে নাচবো। গানের শেষে জাতির জনককে শ্রদ্ধা জানানো হবে। আপাতত এইটুকু জানি।’
আগামী ১৭ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হবে।
এসএস//
Leave a Reply