শিরোনাম:
৭৫ কেজি ওজনের বাঘাইড়, দাম দেড় লাখ টাকা
- Update Time : ০৫:১৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১
- / ১ Time View
মৌলভীবাজার প্রতিনিধি: জেলার শ্রীমঙ্গলে পৌষ সংক্রান্তি উপলক্ষে মাছবাজারে ৭৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ওঠে। এটির দাম ১ লাখ ৫০ হাজার টাকা হাঁকান বিক্রেতা।
আজ বুধবার ১৩ জানুয়ারি শহরের মাছবাজারে এ মাছটি বিক্রির জন্য নিয়ে এসেছেন উপজেলার লালবাগ এলাকার মাছ ব্যবসায়ী হাফিজ আহমেদ। পৌষ সংক্রান্তি উপলক্ষে মাছের বাজারে অন্যান্য মাছ থাকলেও সেখানকার মূল আকর্ষণ হলো বিশাল আকৃতির এই বাঘাইড় মাছ।
মাছ বিক্রেতা জানান, বাঘাইড় মাছটির ওজন ৭৫ কেজি। এ মাছটি মেঘনা নদী থেকে ধরা হয়েছে। এর দাম দেড় লাখ টাকা। তবে বেলা ১১টা পর্যন্ত মাছটির দাম উঠেছে ৮২ হাজার টাকা। আরও বেশি দামে বিক্রির অপেক্ষায় রয়েছেন তিনি। প্রত্যাশা অনুযায়ী দাম পাবেন বলে তিনি মনে করছেন।
এসএস//