শিরোনাম:
সালমানের সঙ্গে গান গাইলেন সানি লিওন
- Update Time : ০৩:৫৪:৪০ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১
- / ০ Time View
বিনোদন ডেস্ক : জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বসে আবারো অতিথি হয়ে এসেছেন সানি লিওন। এবার চিকিৎসক বেশে এসেছিলেন সানি লিওন। প্রতিযোগিদের রোগ নিরাময়ের জন্যই মূলত ডাক্তার বেশে এসেছিলেন সানি।
রাগিনী এমএমএস খ্যাত নায়িকা সানি লিওনকে বিগ বসে স্বাগত জানিয়েছেন সালমান খান। পরে সালমান খান ও সানি লিওন মিলে অনেক হাস্যরসাত্বক মুহূর্ত প্রতিযোগিদের উপহার দেন।
কিন্তু তারপেরই শুরু হয় বিব্রতকর পরিস্থিতি। সালমান খানের সঙ্গে একসাথে গান গেয়ে শোনান সানি লিওন। তারপর ইন্সটাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন যেখানে লেখেন আমি গায়িকা নয় তবে সালমান খানের চেয়ে আর ভালো শিক্ষক কে হতে পারে। সেই সাথে সালমানকে ধন্যবাদ জানিয়েছেন সানি। ভিকরাম ভাটের অনামিকা ওয়েব সিরিজ নিয়ে এখন ব্যস্ত আছেন জিসম-২ এর নায়িকা সানি লিওন।
সূত্র: এশিয়া নেট নিউজ
এসএস//