যুক্তরাষ্ট্রে সশস্ত্র হামলার আশঙ্কা করছে এফবিআই
- Update Time : ০১:৩৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১
- / ২ Time View
আন্তর্জাতিক ডেস্ক : চলতি মাসের ২০ তারিখ শপথ নিবেন নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই শপথ অনুষ্ঠানের দিন ওয়াশিংটনসহ ৫০টি অঙ্গরাজ্যে সশস্ত্র আন্দোলন হতে পারে বলে শঙ্কা করছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক করেছে এফবিআই। খবর আল জাজিরার।
এফবিআই জানিয়েছে সশস্ত্র এই আন্দোলন শুরু হতে পারে ১৬ জানুয়ারি থেকে এবং সেটা অব্যাহত থাকতে পারে ২০ জানুয়ারি পর্যন্ত। আর বিষয়ে সতর্ক থাকার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এক বুলেটিন পাঠিয়েছে এফবিআই।
ওই বুলেটিনে বলা হয়েছে, ১৬ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত ৫০টি অঙ্গরাজ্যের ক্যাপিটল ভবনের সামনে এবং ১৭ থেকে ২০ জানুয়ারি ওয়াশিংটনের ক্যাপিটল ভবনের সামনে সশস্ত্র আন্দোলনের পরিকল্পনা করা হচ্ছে।
মূলত গেল বুধবারের হামলার ঘটনার পর অনলাইনের বিভিন্ন তথ্য পর্যালোচনা করেই এই বুলেটিন তৈরি করা হয়েছে।
এসএস//