এমপি পাপুল পরিবারের অর্থপাচার বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের নথি তলব
- Update Time : ০৪:৩৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১
- / ১ Time View
সুপ্রিমকোর্ট প্রতিবেদক : লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য (এমপি) কুয়েতে কারাবন্দি শহিদ ইসলাম পাপুল, তার স্ত্রী সংরক্ষিত মহিলা আসনের এমপি সেলিনা ইসলাম ও তাদের মেয়ে ওয়াফা ইসলামের অর্থপাচার নিয়ে বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক আরেফিন আহসান মিঞা স্বাক্ষরিত সমস্ত নথি তলব করেছেন হাইকোর্ট।
বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীম সমন্বয়ে গঠিত একটি ভার্চুয়াল হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন।
এ বিষয়ে পরবর্তী শুনানি ও আদেশের জন্যে আগামী ২৪ জানুয়ারি দিন ঠিক করেছেন আদালত।
আদালতে আজ দুদকের পক্ষে শুনানি করেন এডভোকেট মো. খুরশীদ আলম খান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের জানান, আসামিদের দ্বারা মানিলন্ডারিং হয়নি মর্মে দেয়া কেন্দ্রীয় ব্যাংকের তদন্ত কর্মকর্তার মূল নথি তলব করা হয়েছে।
তিনি বলেন, বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের ব্যাখায় কনট্রাডিকটরি ষ্টেটমেন্ট রয়েছে। মূল নথি দেখলে পুরো বিষয়টি বুঝা যাবে যে কার দায় কোথায়। আসামিদের বিষয়ে দেয়া প্রতিবেদন প্রকাশ হলে এর আগে এ আদালত স্বপ্রনোদিত আদেশ দেয়। আজ বিষয়টি নিয়ে উভয়পক্ষের শুনানিকালে কেন্দ্রীয় ব্যাংকের প্রতি নথি তলব করে আদেশ দেন আদালত। ২৪ জানুয়ারি পরবর্তী তারিখ ধার্য রেখেছেন আদালত।
গতবছরের ১১ নভেম্বর লক্ষ্মীপুর-২ আসনের এমপি কাজী শহিদ ইসলাম পাপুল এবং তার স্ত্রী এমপি সেলিনা ইসলাম, শ্যালিকা জেসমিন প্রধান এবং মেয়ে ওয়াফা ইসলামের বিরুদ্ধে মামলা রুজু করে দুদক।
এ মামলায় আসামিদের বিরুদ্ধে ২ কোটি ৩১ লাখ টাকার অবৈধ সম্পদ ও ১৪৮ কোটি টাকার লন্ডারিংয়ের অভিযোগ আনা হয় ।
মামলার এজাহারে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে তা ভোগদখলে রাখার অপরাধে প্রাথমিকভাবে প্রমাণ হওয়ায় তাদের বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৭ (১) ধারায় অভিযাগে এবং প্রায় ১৪৮ কোটি টাকা হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তরের মাধ্যমে মানিলন্ডারিং প্রতিরোধে আইনের ২০১২ এর ৪ (২) ও ৪ (৩) ধারায় অভিযোগ আনা হয়।
অর্থ ও মানবপাচার এবং ভিসা বিক্রির অভিযোগে কুয়েতে গ্রেফতার এমপি পাপুল ও তার কুয়েতি প্রতিষ্ঠানের মারাফি কুয়েতিয়া কোম্পানির অ্যাকাউন্টে ৫০ লাখ কুয়েতি দিনার (বাংলাদেশি মুদ্রায় ১৩৭ কোটি ৮৮ লাখ ৮৩ টাকা) জব্দের খবর প্রকাশ হয়। একই বছরের ৬ জুন রাতে কুয়েতের মুশরেফ আবাসিক এলাকা থেকে দেশটির অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) পাপুলকে গ্রেফতার করে দেশটির কারাগারে পাঠায়। দুদকের আনা মামলায় মামলার অন্য আসামিগন দেশে জামিনে রয়েছেন।
ডিএ/এসএস//