পিএসএল খেলবেন ক্রিস গেইল
- Update Time : ০২:৪০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১
- / ০ Time View
খেলা ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ক্রিস গেইল পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলবেন। রোববার ১০ জানুয়ারি অনুষ্ঠিত পিএসএল এর ষষ্ঠ আসরের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়েছে।
সেখানে কোয়েটা গ্লাডিয়েটর্স দলে ভিড়িয়েছে ক্রিস গেইলকে। ওয়েস্ট ইন্ডিয়ানের পাশাপাশি কোয়েটা দলে টেনেছে ইংল্যান্ডের ব্যাটসম্যান টম বান্টন ও আইপিএলে না খেলা দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইনকে। এ ছাড়াও আছেন ক্যামেরন দেলপোর্ত।
এদিকে আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খানকে দলে ভিড়িয়েছে মোহাম্মদ হাফিজদের লাহোর কালান্দার্স। সামিত প্যাটেল, টম আবেল ও জো ডেনলিকেও দলে ভিড়িয়েছে তারা।
ডেভিড মিলারকে নিয়েছে পেশায়ার জালমি। মুজিব-উর-রহমান ও রবি বোপারাকেও নিয়েছে তারা। আর ক্রিস লিন ও কার্লোস ব্রেথওয়েটকে নিয়েছে মুলতান সুলতানস।
২০ ফেব্রুয়ারি মাঠে গড়াবে পিএসএলের ষষ্ঠ আসর। উদ্বোধনীর পর ২২ মার্চ করাচি জাতীয় স্টেডিয়ামেই হবে ফাইনাল।
এসএস//