শিরোনাম:
ফেব্রুয়ারিতে হচ্ছে না বইমেলা
- Update Time : ০৩:৪২:৩৪ অপরাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১
- / ২ Time View
সারাদেশ ডেস্ক : ফেব্রুয়ারিতে হচ্ছে না অমর একুশের বইমেলা। হবে না মার্চেও। এরপর এপ্রিল-মে মাসে পরিস্থিতি বিবেচনায় বইমেলা আয়োজন হতে পারে।
বাংলা একাডেমির সভাপতি ফোকলোরবিদ, গবেষক শামসুজ্জামান খান গণমাধ্যম’কে বলেন, করোনা পরিস্থিতি বিবেচনায় বইমেলা আয়োজন স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতি অনুকূল না হওয়া পর্যন্ত বইমেলা আয়োজন সম্ভব নয়।
বাংলা একাডেমির মহাপরিচালক বলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, বর্তমান করোনা পরিস্থিতির কারণে শারীরিক উপস্থিতিতে ফেব্রুয়ারি মাসে বইমেলা আয়োজন সম্ভব নয়। মার্চেও সেটা আয়োজন করা কঠিন হবে। কেন না, বইমেলা আয়োজনের প্রস্তুতি নিতে কমপক্ষে দেড় মাস সময় লাগে।
এসএস//