বিনোদন ডেস্ক: বিশ্বে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে তুর্কি সিরিজ দিরিলিস এরতুগ্রুল। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সিরিজটি দারুণ গ্রহণযোগ্যতা পেয়েছে। বিশেষ করে ভারত-পাকিস্তানের নানা প্রজন্মের কাছে সুপারহিরো হয়ে উঠেছেন এরতুগ্রুল।
সেই চাহিদার কথা মাথায় রেখেই এবার ভারতবর্ষের মুসলিমদের বীরত্ব ও অবদান নিয়ে ঐতিহাসিক টিভি সিরিজ তৈরি করতে যাচ্ছে তুরস্ক।
এর নাম ‘তুর্কি লালা’। এই নতুন সিরিজে খেলাফত আন্দোলনে অংশ্রগ্রহণকারী ভারত উপমহাদেশের মুসলিমদের অবদান তুলে ধরা হবে বলে আভাস পাওয়া গেছে।
আনাদোলু এজেন্সির কাছে টেকদিন ফিল্মের প্রধান কেমেল টেকদিন বলেন, তুর্কি লালা সিরিজের চিত্রনাট্য লেখা শুরু হয়েছে। এরপর হবে শিল্পী বাছাই। এখানে তুরস্কের পাশাপাশি পাকিস্তানের তারকারাও এ সিরিজে অভিনয় করবেন। তবে সিরিজটির বেশিরভাগ অভিনয় তুরস্কে অনুষ্ঠিত হবে।
এরইমধ্যে গত ৭ ডিসেম্বর সিরিজটির নির্মাতা প্রতিষ্ঠান টেকদিন প্রতিনিধি নিয়ে পাকিস্তানে পাঁচ দিনের ভ্রমণ করেছেন। এ সময় তারা দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেন।
পশতু ভাষায় ‘লালা’ শব্দের অর্থ ছোট ভাই। ‘তুর্কি লালা’ সিরিজে ১৯২০ সালে সাম্রাজ্যবাদি শক্তির বিরুদ্ধে লড়াই করতে তুরস্কে আসা উপমহাদেশের মুসলিমদের অবদান তুলে ধরা হবে।
এসএস//
Leave a Reply