শিরোনাম:
চুল কন্ডিশনিং করতে যথেষ্ট কার্যকরী চা পাতা
- Update Time : ০৭:১০:৩৮ অপরাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১
- / ১ Time View
লাইফস্টাইল ডেস্ক : চুলের যত্নে ও কন্ডিশনিং করতে চা পাতা যথেষ্ট কার্যকরী। আর বর্তমানে যে হারে ভেজাল পণ্য বাজারে ছড়িয়ে ছিটিয়ে আছে তাতে করে ঘরের পণ্যই ব্যবহার করা বুদ্ধিমানের কাজ।
যারা বাসায় চা পান করেন তাদের জন্য এ কাজটি আরও বেশি সহজ। কারণ, ব্যবহৃত চা পাতার নির্যাস থেকেও এ কাজ করা সম্ভব।
চা পাতা, প্রয়োজন অনুযায়ী পানিতে দিতে হবে এবং ফুটিয়ে নিতে হবে আধা ঘণ্টার মতো। তারপর ঠাণ্ডা করে নিতে হবে।
এবারে চুলগুলোকে শ্যাম্পু করে নিতে হবে। এবং ঠাণ্ডা করা চা পাতা পানি দিয়ে চুলটি ধুয়ে নিতে হবে। তারপর হেয়ার ড্রয়ার দিয়ে শুকিয়ে নিতে হবে।
এতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট দুর্বল চুলকে মজবুত করে এবং ভিটামিনসমূহ চুলকে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে রক্ষা করে। ফলে চুল অনেক বেশি সিল্কি ও শাইনি হবে। এভাবে সপ্তাহে অন্তত তিনবার করতে হবে।
এসএস//