শিরোনাম:
মেসি-গ্রিয়েজম্যানের জোড়া গোলে বার্সার জয়
- Update Time : ০২:৪২:৫৯ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১
- / ০ Time View
খেলা ডেস্ক : মেসি-গ্রিয়েজম্যানের জোড়া গোলে ৪-০ বড় ব্যবধানে বার্সার জয়। গ্রানাদার মাঠে স্বাগতিকদের বিধ্বস্ত করলেন মেসি-গ্রিয়েজম্যানরা। দুই তারকার জোড়া গোলে বড় জয় কাতালান জায়ান্টদের।
অ্যাওয়ে ম্যাচে গোল উৎসবের সূচনা করেন ফরাসি তারকা। ১২ মিনিটে তার গোলের পর অফসাইডের আবেদনও হয়েছিল। তবে, প্রতিপক্ষ ফুটবলারের পা লেগে গ্রিয়েজম্যানের কাছে বল যাওয়ায়, আবেদন নাকচ করে দেন রেফারি।
৩৫ মিনিটে দর্শনীয় গোলে ব্যবধান বাড়ান লিওনেল মেসি।
বিরতির আগেই স্কোরলাইন ৩-০ করেন আর্জেন্টান সুপারস্টার। ৪২ মিনিটে কৌশলী ফ্রি কিকে সফল মেসি।
৬৩ মিনিটে গ্রিয়েজম্যানের গোলে, বড় ব্যবধানে জয় নিশ্চিত হয় বার্সার। ৭৮ মিনিটে গ্রানাদা ১০ জনের দলে পরিণত হলেও, সেই সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান আর বাড়াতে পারেনি সফরকারীরা।
১৮ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে উঠেছে বার্সেলোনা।
এসএস//