মাছের ঘেরে বাস, নিহত ২
- Update Time : ০২:০৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১
- / ০ Time View
সাতক্ষীরা প্রতিনিধি : জেলার তালা উপজেলায় শাকদহা ব্রিজের কাছে ওভারটেকের সময় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস মাছের ঘেরে পড়ে দু’জন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন।
আজ রোববার ১০ জানুয়ারি সকাল ৮টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দু’জনের মধ্যে এক জনের নাম রামপদ মণ্ডল (৪৫)। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আড়পাঙ্গাশিয়া গ্রামের মৃত মাদার মণ্ডলের ছেলে। তবে নিহত অপর যুবকের পরিচয় এখনো জানা যায়নি।
সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-সহকারী পরিচালক তারেক হাসান ভূঁইয়া গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সাতক্ষীরা থেকে খুলনাগামী যাত্রীবাহী একটি বাস সকালে শাকদহ ব্রিজের কাছে অপর একটি বাসকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে মাছের ঘেরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাটকেলঘাটা থানা পুলিশ জানায়, নিহতদের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসএস//