ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ১১
- Update Time : ০২:৩০:১৫ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১
- / ২ Time View
সারাদেশ ডেস্ক : ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১৮ জন।
রোববার ১০ জানুয়ারি ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বোর্ডের বিএনপিবি বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বিএনপিবির মুখপাত্র রাদিত্য জাতি এক বিবৃতিতে জানিয়েছেন, শনিবার স্থানীয় সময় বিকাল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যে পশ্চিম জাভার চিহানগিউয়াং গ্রামে ভূমিধসের ঘটনাগুলো ঘটেছে। গ্রামটি রাজধানী জাকার্তা থেকে ১৫০ কিলোমিটার দক্ষিণপূর্বে।
রাদিত্য বলেন, প্রবল বৃষ্টিপাত ও আলগা মাটির কারণে প্রথম ভূমিধসের ঘটনাটি ঘটে। কর্মকর্তারা এখানে উদ্ধারকাজ চালানোর সময় পরবর্তী ভূমিধসটি হয়।
রোববার সকাল পর্যন্ত পাওয়া হতাহতের এ সংখ্যা প্রাথমিক বলে জানিয়েছেন তিনি। বৃষ্টি ও বজ্রপাত দিনভর উদ্ধারকাজে বিঘ্ন ঘটাতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি।
এসএস//