‘কেজিএফ টু’সিনেমার টিজার
- Update Time : ০৭:০৯:০০ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১
- / ০ Time View
বিনোদন ডেস্ক: অনেকদিন ধরেই দর্শকরা অধীর আগ্রহে মুখিয়ে আছেন ‘কেজিএফ টু’ সিনেমার জন্য। সম্প্রতি ছবিটির নায়ক ইয়াশের জন্মদিনে ছবিটির একটি টিজার প্রকাশ করা হয়। প্রকাশের পরই তা রীতিমত বাজিমাত করে বসে।
২৪ ঘণ্টায় ইউটিউবে সবচেয়ে বেশিবার দেখা টিজার এখন এটি। মুক্তির পর টিজারটি বিশ্ব রেকর্ড গড়েছে। এছাড়াও একদিনে সবচেয়ে বেশিবার দেখা ভিডিওর তালিকায় এটি পঞ্চম স্থানে রয়েছে। ইউটিউব ট্রেন্ডিংয়ে এখন শীর্ষে টিজারটি। এখন পর্যন্ত এটি ১০০ মিলিয়ন বার দেখার মাইলফলক অর্জন করেছে।
‘কেজিএফ টু’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ইয়াশ। এছাড়াও সিনেমাটিতে প্রধান খল চরিত্র আধীরার ভূমিকায় অভিনয় করছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন শ্রীনিধি শেঠি, অচ্যুত কুমার, নাসের, অনন্ত নাগ, রাভিনা ট্যান্ডন প্রমুখ।
গত বছর অক্টোবরে মুক্তির কথা ছিল ‘কেজিএফ টু’ সিনেমাটি । কিন্তু করোনা মহামারির কারণে শুটিং অসম্পূর্ণ থাকায় তা সম্ভব হয়নি। চলতি বছর এটি মুক্তি পাবে।
এসএস//