কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী কলেজ ছাত্র নিহত
- Update Time : ০২:১৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১
- / ০ Time View
মোঃ জহিরুল হক বাবু, কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার বুড়িচংয়ে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেলের আরোহী কলেজ ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরবাইকে থাকা নিহতের দুই বন্ধু। কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার ময়নামতি তুত বাগান এলাকায় শনিবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নূর হোসেন নিমসার জুনাব আলী কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র। আহত দুই জন হলেন মো. নাজমুল ও মো. তনু। তারা সাদির বন্ধু।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন জানান, ওই তিন যুবক ময়নামতি সাহেব বাজার এলাকা থেকে মোটরসাইকেল যোগে সেনানিবাসের দিকে যাচ্ছিলেন। এ সময় সিলেটগামী একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আহত তিন জনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক সাদিকে মৃত ঘোষণা করেন। বাকি দুই জনের অবস্থাও আশঙ্কাজনক। ওসি আরও জানান, ময়নাতদন্ত ছাড়াই সাদির মরদেহ পরিবারের কাছে হস্তান্তন করা হয়েছে। পরিবার থেকে কোনো মামলা করা হবে না।
এসএস//