রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত ১
- Update Time : ১২:৩৮:৪১ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১
- / ১ Time View
কক্সবাজার প্রতিবেদক : জেলার টেকনাফ উপজেলায় চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে দুই সন্ত্রাসী বাহিনীর গোলাগুলিতে এক রোহিঙ্গা নিহত ও আরও অন্তত ২৯ জন আহত হয়েছেন। আজ রোববার ১০ জানুয়ারি ভোরে এ গোলাগুলির ঘটনা ঘটে।
নিহত নুর হাকিম ২৭ টেকনাফের চাকমারকুলের ২১ নম্বর ক্যাম্পের সি-ব্লকের হোসেন আলীর ছেলে। আহতদের পরিচয় জানা যায়নি। গোলাগুলির ঘটনায় ক্যাম্পে রোহিঙ্গাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, উখিয়ার হাকিমপাড়া ও জামতলী রোহিঙ্গা ক্যাম্প থেকে একদল রোহিঙ্গা সন্ত্রাসী টেকনাফের চাকমারকুল রোহিঙ্গা শিবিরের সি ব্লকে যায়। সেখানে তাদের সঙ্গে তোহা বাহিনীর ৫০-৬০ রাউন্ড গুলি বিনিময় হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন নুর হাকিম। আহত অন্তত ২৯ জনকে সেভ দ্য চিলড্রেনের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
টেকনাফের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এসএস//