শিরোনাম:
বিশিষ্ট রাজনীতিবিদ খালেদুর রহমান টিটো আর নেই
- Update Time : ০৬:৫০:৫৫ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১
- / ১ Time View
বিশেষ প্রতিবেদক : দেশের বর্ষীয়ান রাজনীতিক সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী খালেদুর রহমান টিটোর (৭৬) মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ রোববার ১০ জানুয়ারি দুপুর একটা ২০ মিনিটে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মারা যান।
তার বড় ছেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, তার বাবার মরদেহ তার ষষ্ঠিতলাপাড়ার বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এরআগে সকাল ১০টার দিকে শারীরিক অবস্থা গুরুতর হয়ে উঠলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।
তার মেজো ছেলে অ্যাডভোকেট খালিদ হাসান জিউস জানান, ফুসফুসে ইনফেকশনজনিত কারণে তিনদিন আগে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকাল ১০টার দিকে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
সোমবার বাদ জোহর যশোর ঈদগাহ ময়দানে জানাজা শেষে কারবালয় দাফন করা হবে।
এসএস//