শিরোনাম:
স্বাধীনতা দিবসে ট্যাকটিক্যাল বেল্ট পাচ্ছেন আরএমপি সদস্যরা
- Update Time : ০৫:১৫:২৩ অপরাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : চলতি বছরের স্বাধীনতা দিবসে ট্যাকটিক্যাল বেল্ট পাচ্ছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদস্যরা। এদিন থেকে আরএমপির সদস্যদের হাতে আর বড় অস্ত্র হাতে দেখা যাবে না। শনিবার আরএমপি কমিশনার এ তথ্য জানান।
তিনি জানান, আগামী ২৬ মার্চ থেকে আরএমপির সদস্যদের হাতে আর বড় অস্ত্র হাতে দেখা যাবে না। কোমরের ট্যাকটিক্যাল বেল্টে থাকবে ছোট অস্ত্র। ফলে মুক্ত থাকবে পুলিশের দুই হাত।
আরএমপি কমিশনারের মতে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে ইতোমধ্যে ট্যাকটিক্যাল বেল্টের ব্যবহার শুরু হয়েছে। মহান স্বাধীনতা দিবস থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে ট্যাকটিক্যাল বেল্টের ব্যবহার শুরু হবে। বিজয় দিবসেই রাজশাহী মেট্রোপলিটন পুলিশকে দেশবাসীর কাছে একটি স্মার্ট পুলিশ হিসেবে উপস্থাপন করা হবে।
এসএস//