শিরোনাম:
রাতে গ্রানাডার মুখোমুখি বার্সেলোনা
- Update Time : ০৫:৫৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১
- / ১ Time View
খেলা ডেস্ক : লা লিগার ম্যাচে রাতে গ্রানাডার মুখোমুখি হবে বার্সেলোনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়।
বার্সা দলে নতুন কোনো ইনজুরির খবর নেই। দুর্দান্ত ফর্মে রয়েছেন বার্সা দলপতি লিওনেল মেসি। গত ম্যাচেও জোড়া গোল করে দলের জয়ে বড় অবদান রেখেছেন তিনি।
চলতি লা লিগায় বার্সোলোনার অবস্থা অবশ্য সুবিধাজনক নয়। এখন পর্যন্ত ১৭ ম্যাচ খেলে ৩১ পয়েন্ট নিয়ে লা লিগা পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে রয়েছে মেসির দল। অন্যদিকে, বার্সার চেয়ে দুই ম্যাচ কম খেলে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ। আর ১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ রয়েছে দ্বিতীয় স্থানে।
এসএস//