মশার উপদ্রব থেকে পরিত্রাণ পাওয়ার উপায়
- Update Time : ০৩:৫৩:২০ অপরাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : মশাদের উড়বার গতিবেগ খুব সহজেই ফ্যানের স্পীড দিয়ে কমিয়ে আনা যায়। যেহেতু মশারা খুবই হালকা প্রকৃতির হয়ে থাকে, তাই ফ্যানের স্পীডে এদের গতিবেগ রোধ হয়। তাই মশার উপদ্রব কমিয়ে আনতে তাৎক্ষনিক কার্যকরী সমাধান হিসেবে আপনার বসার স্থানের ফ্যানটি চালু রাখুন।
আমরা অনেকেই জানিনা, তবে মশারা সাধারণত হলুদ আলো দেখলে দূরে পালিয়ে যায়। যদি আপনার এলাকায় বা ঘরে মশার উপদ্রব খুব বেশি হয়ে থাকে সেক্ষেত্রে ঘরের লাইট হিসেবে বেছে নিন এমন কিছু যা হলদে রঙের। আমাদের অনেকেরই ধারণা, মশা বা কীটপতঙ্গ লাইটের প্রতি বেশি আসক্ত হয়। অনেক ক্ষেত্রে এটি সত্যি হলেও মশারা কিন্তু সব রঙের আলোর কাছে যেতে চায়না। তাই মশার উপদ্রব কমিয়ে আনতে এলইডি লাইট, হলুদ বাগ লাইট বা সোডিয়াম লাইট হতে পারে কার্যকরী একটি উপায়। মশার উপদ্রব কমিয়ে আনতে আমাদের অনেকের প্রথম পছন্দ মসকুইটো রিপেলেন্ট। আমরা অনেকেই কয়েলের ধোঁয়া বা অ্যারোসলের গন্ধ সহ্য করতে পারিনা। আবার কারো কাছে এটা অস্বস্তিকর লাগে। তাদের জন্যে প্রতিদিনের সঙ্গী হতে পারে মসকুইটো রিপেলেন্ট ক্রিম। এটি একটি টিউবের ভেতর থাকে, যা বিভিন্ন সাইজে কিনতে পাওয়া যায়। এর ব্যবহারবিধিও খুবই সহজ। পাশাপাশি এর স্মেলও কিন্তু খুবই সুন্দর। এই ক্রিমটি শরীরের খোলা অংশগুলোতে ময়েশ্চারাইজারের মতো মেখে নিলেই হবে। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এটি কি স্কিনের কোনো ক্ষতি করবে? একদমই না! একবার শরীরে মেখে নিলেই মশার উপদ্রব থেকে ৭ থেকে ৮ ঘণ্টার জন্যে নিশ্চিত সুরক্ষা পাওয়া যাবে।
এসএস//