শিরোনাম:
তেজগাঁওয়ে স্ত্রী-শ্যালিকাকে কুপিয়ে হত্যা, স্বামী আটক
- Update Time : ০৫:৩৬:৫১ অপরাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : রাজধানীর তেজগাঁওয়ে স্ত্রী ও শ্যালিকাকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী রনি মিয়াকে (৩০) আটক করেছে পুলিশ।
শনিবার ৯ জানুয়ারি দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে। শিল্পাঞ্চল থানার আওতাধীন সমিতি বাজার এলাকায় পরিবারকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন তিনি।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, দুই বোনকে কুপিয়ে হত্যা করেছে বলে আমরা জানতে পেরেছি। শয়নকক্ষ থেকে তাদের মরদেহ পাওয়া যায়। নিহত দুই বোনের মধ্যে একজনের স্বামী রনি। দুই বোনের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। সুরতহাল শেষে দুইজনের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এসএস//