ভারতে হাসপাতালে অগ্নিকাণ্ড, ১০ নবজাতকের মৃত্যু
- Update Time : ০১:৩৩:০৫ অপরাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : ভারতের মহারাষ্ট্রের এক হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় দমবন্ধ হয়ে অন্তত ১০ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া আরো ১৭ শিশুকে স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে।
ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার গভীর রাতে মহারাষ্ট্রের ভান্ডারা জেলার এক হাসপাতালের নিউবর্ন কেয়ার ইউনিটে আগুন লাগে।
হাসপাতাল সূত্র জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনা প্রথমে নজরে আসে কর্মরত এক নার্সের। তিনিই প্রথম হাসপাতালের নিউবর্ন কেয়ার ইউনিট থেকে ধোঁয়া বেরোতে দেখতে পান। এরপর চিৎকার দিয়ে উঠেন এবং বেজে ওঠে ফায়ার অ্যালার্ম।
বার্তা সংস্থা পিটিআইকে এক চিকিৎসক বলেন, ওইসব শিশুর বয়স এক মাস থেকে তিন মাসের মাঝামাঝি।
হাসপাতাল সূত্র আরো জানিয়েছে, হাসপাতাল কর্মীদের তৎপরতায় ঘটনাস্থল থেকে ৭ শিশুকে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালে আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকল। এরপর হাসপাতাল কর্মী ও দমকলকর্মীরা একযোগে আগুন নেভানোর কাজে লেগে পড়েন।
এখন পর্যন্ত ওই হাসপাতালে ঠিক কী কারণে আগুন লেগেছে তার কারণ জানা যায়নি।
এসএস//