বাইডেনের শপথ অনুষ্ঠানে থাকবেন না ডনাল্ড ট্রাম্প
- Update Time : ১১:০৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১
- / ১ Time View
আন্তর্জাতিক ডেস্ক : আগামী ২০ জানুয়ারি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠানে থাকছেন না বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
শুক্রবার ৮ জানুয়ারি এক টুইটে এ ঘোষণা দিয়েছেন তিনি। ১৮৬৯ সালের পর ট্রাম্প হচ্ছেন প্রথম মার্কিন প্রেসিডেন্ট যিনি উত্তরসূরির হাতে ক্ষমতা হস্তান্তর অনুষ্ঠানে হাজির থাকছেন না।
মজার ব্যাপার হচ্ছে, দেড়শ বছর আগে হাজির ক্ষমতা হস্তান্তর অনুষ্ঠানে না থাকা প্রেসিডেন্ট অ্যান্ড্রিউ জনসন প্রতিনিধি পরিষদে অভিশংসিত হয়েছিলেন, কিন্তু সিনেটে খালাস পেয়েছিলেন। জনসনের মতো ট্রাম্পও প্রতিনিধি পরিষদে অভিশংসিত হয়েছেন, কিন্তু সিনেটে খালাস পেয়েছেন।
শুক্রবার এক টুইটে ট্রাম্প বলেছেন, ‘যারা জানতে চেয়েছে তাদের সবার প্রতি, আমি ২০ জানুয়ারি শপথ অনুষ্ঠানে যাচ্ছি না।’
৩ নভেম্বর নির্বাচনে জয়ী হন জো বাইডেন। তবে ট্রাম্প এই ফলাফল প্রত্যাখ্যান করে আসছিলেন। তার দাবি ভোটে কারচুপি হয়েছে। এমনকি ক্ষমতা হস্তান্তরেও অস্বীকৃতি জানিয়েছিলেন তিনি। গত বুধবার ট্রাম্পের সমর্থকরা ক্যাপিটল ভবনে কংগ্রেসের অধিবেশন চলাকালে ভেতরে ঢুকে ব্যাপক ভাংচুর করে। পুলিশের সঙ্গে সংঘর্ষে এ সময় পাঁচ জন নিহত হয়। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এ ঘটনা নজিরবিহীন। এর পরপরই ট্রাম্প নিয়ম মেনে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দেন।
ক্যাপিটল ভবনে হামলার ঘটনায় ট্রাম্পের বিরুদ্ধে নিন্দার ঝর বইছে।
এসএস//